Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
আইনশুভঙ্কর মজুমদার২৩/০৭/২০২২
অন্ধের দেশে আয়না বেচার নেই যে কোন আইনসত্য বললে জরিমানা আরাতাই মিথ্যা বলায় আইন। 
কাঁচ সেথায় নিষিদ্ধ আরজল যে সেথায় কালোগরিব ঘর ইলেকট্রিক আরধনীর ঘরে মোমবাতি ভালো। 
অন্ধের দেশে আয়না ব…

 


সৃষ্টি সাহিত্য যাপন


আইন

শুভঙ্কর মজুমদার

২৩/০৭/২০২২


অন্ধের দেশে আয়না বেচার

 নেই যে কোন আইন

সত্য বললে জরিমানা আরা

তাই মিথ্যা বলায় আইন। 


কাঁচ সেথায় নিষিদ্ধ আর

জল যে সেথায় কালো

গরিব ঘর ইলেকট্রিক আর

ধনীর ঘরে মোমবাতি ভালো। 


অন্ধের দেশে আয়না বেচার

নেই যে কোন আইন

পড়লে ধরা করবে জেরা

আর লক্ষ টাকা ফাইন। 


এইতো সেদিন পথের মাঝে

গেলো গেলো যে রব

স্টিল বাসন বিক্রয় সেথা

এটাই যে সবার অভিশাপ। 


দৃষ্টি দিয়ে মিষ্টি কথা

যদি সেথায় কেউ বলে

পোশাক হীন রাজা কেনো

পোশাক কেনে সব গুনে।