Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য পরিবারশিরোনাম:-মনের কথাকলমে -শিবানী সাহাতারিখ:-২২/০৭/২০২২
মনের মাঝে অনেক কথাজমেছে আজ মাগো,এখনো তুমি ঘুমিয়ে আছোএবার তুমি জাগো।
এসেছি আমি অনেক আগেতোমার কথা মত,বলবে তুমি তোমার কথাজমেছে আজ যত।
দুজন মিলে কইবো কথাতোমার ঘরে…



সৃষ্টি সাহিত্য পরিবার

শিরোনাম:-মনের কথা

কলমে -শিবানী সাহা

তারিখ:-২২/০৭/২০২২


মনের মাঝে অনেক কথা

জমেছে আজ মাগো,

এখনো তুমি ঘুমিয়ে আছো

এবার তুমি জাগো।


এসেছি আমি অনেক আগে

তোমার কথা মত,

বলবে তুমি তোমার কথা

জমেছে আজ যত।


দুজন মিলে কইবো কথা

তোমার ঘরে বসে,

কেউ না যেন ডাকে আমায়

ঘরের কাছে এসে।


মনের কথা মনের ব্যথা

ঘুচবে জানি আজ,

দুজন মিলে থাকবো বসে

ফেলে সকল কাজ।


দুদিন পরে যাবই চলে

একলা তুমি রবে,

তখন তুমি কেমন করে

মনের কথা কবে।