Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   অকপটে বলছিকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ১৪ , ০৭ , ২০২২
আজ অকপটে বলছি , তোমাররাজকীয় অভিব্যাপ্তির পাশে দাঁড়িয়েআমার দারিদ্র্য লজ্জা পেত  ;নাগপাশের মত বন্ধন আমাকেসর্বক্ষণ ভীষণ পিষ্ট করছিল ।তোমার…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   অকপটে বলছি

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১৪ , ০৭ , ২০২২


আজ অকপটে বলছি , তোমার

রাজকীয় অভিব্যাপ্তির পাশে দাঁড়িয়ে

আমার দারিদ্র্য লজ্জা পেত  ;

নাগপাশের মত বন্ধন আমাকে

সর্বক্ষণ ভীষণ পিষ্ট করছিল ।

তোমার ঐশ্বর্যের ঝর্নাধারায় ভিজে

ডানাদু'টো ভারী হচ্ছিল কেবলই ;

ডানার থেকে হারিয়ে যাচ্ছিল

ফুলপাতার সুঘ্রাণ আকাশের রং ,

পায়ের থেকে ঠোঁটের থেকে

মুছে যাচ্ছিল মেঠো গন্ধ ।

তুমি আমি কেমন যেন

তিলে তিলে হারিয়ে যাচ্ছিলাম ,

নদীর দু'টি পারও এমনই

ক্ষয়ে যাচ্ছিল জলের অন্ধকারে ।


অবশেষে ক্ষয়িষ্ণু চাঁদের মত 

আমি দিনের আলোর গভীরে 

সত্যিই একদিন হারিয়ে গেলাম ;

এবং দেখলাম আমার 'আমি'টা

ছিন্নপক্ষ জটায়ুর মত রক্তাক্ত ।

পরিত্যক্ত পড়ে থেকে তবুও

আমার 'তুমি'টাকে অনেক খুঁজেছি;

আজও খুঁজি , পাইনি কোত্থাও ।

তবু তারাদের ভিড়ে খুঁজি ;

তাপে বুঝি সূর্য আছে ,

জ্যোৎস্নায় বুঝি চাঁদ আছে

মেঘে বুঝি বৃষ্টি আছে

সুঘ্রাণে বুঝি ফুল আছে ,

স্বপ্নে বুঝি তুমি আছো , 

বাতাসে বুঝি তুমি আছো ।


--------------------------------------------------