Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে কৃত্রিম হাত পা তৈরির কর্মশালা

বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাটকোলাঘাট নতুন বাজারে গড়ে উঠেছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে অস্থায়ী কর্মশালা। এই কর্মশালায় ১৫ টি জেলা এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড বিহার থেকে ১৬৮ জন মানুষ নাম লিখিয়েছেন যারা দুর্ভাগ্যবশত হাত পায়ে…



বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাট

কোলাঘাট নতুন বাজারে গড়ে উঠেছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে অস্থায়ী কর্মশালা। এই কর্মশালায় ১৫ টি জেলা এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড বিহার থেকে ১৬৮ জন মানুষ নাম লিখিয়েছেন যারা দুর্ভাগ্যবশত হাত পায়ের মতো অঙ্গ চিরতরে হারিয়েছেন। তাদের সম্পূর্ণ বিনা ব্যয়ে অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞ ও কারিগরি মিলে আনা হয়েছে হিট চেম্বার ড্রিল মেশিন ,কাটার মেশিন , কৃত্তিম হাঁটুর জয়েন্ট ক্যালিপার হাঁটু জয়েন্ট সহ কয়েক হাজার কেজি প্রয়োজনীয় সামগ্রী। দিনরাত করে তৈরি হচ্ছে কৃত্রিম অঙ্গ। কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত তাদের পক্ষে দুর্গোৎসব এ বছর ৫০ তম বর্ষ। এই কর্মসূচির মাধ্যমেই সূচনা হয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের না না কর্মসূচি। এই ক্যাম্পে ব্যয় হবে প্রায় ১৮ লক্ষ টাকা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতার সতী চ্যারিটেবল ট্রাস্টের বনোয়ারি লাল শর্মা। সংস্থার পক্ষে শ্যামল আদক জানান আর্ত মুমূর্ষ মানুষদের সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়জিত করে রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।