Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিএসএফ মানবতার চমৎকার দৃষ্টান্ত দিয়ে ২ বাংলাদেশী জেলেকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছে

দেবাঞ্জন দাস; ২৩ আগস্ট: গত ২১ আগস্ট বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীন দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের বর্ডার চৌকি সমশেরনগর, ১১৮ ব্যাটালিয়নের জোয়ানরা হাড়িভাঙ্গা নদীতে ২ জন বাংলাদেশী জেলেকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে।
 কর্তব্যরত জওয়ান…




দেবাঞ্জন দাস; ২৩ আগস্ট: গত ২১ আগস্ট বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীন দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের বর্ডার চৌকি সমশেরনগর, ১১৮ ব্যাটালিয়নের জোয়ানরা হাড়িভাঙ্গা নদীতে ২ জন বাংলাদেশী জেলেকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে।


 কর্তব্যরত জওয়ানরা জানান, এই জেলেরা তাদের অন্য সঙ্গীদের নিয়ে একটি নৌকার সাহায্যে সুন্দরবন এলাকার হাড়িভাঙ্গা নদীতে মাছ ধরছিল। হঠাৎ খারাপ আবহাওয়ায় তাদের নৌকা ডুবে যায়। এসময় কর্তব্যরত জওয়ানরা ভারতীয় জেলেদের সহায়তায় জীবন বাজি রেখে উভয় জেলেকে রক্ষা করেন। তারপর তাদের প্রাথমিক চিকিৎসা সহ খাবার ও কাপড় দেয়। উদ্ধার হওয়া জেলেদের নাম মোঃ হানিফ মওলা (৫০) ও মো. সেলিম হোল্ডার (২১), বাংলাদেশ রূপে প্রকাশ হয়েছে।


  উদ্ধারকৃত জেলেদের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।


 ১১৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর কে ত্রিপাঠি জওয়ানদের এই প্রশংসনীয় কাজের জন্য আনন্দ প্রকাশ করে বলেন যে সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী প্রতিটি সুখে-দুঃখে সীমান্তবাসীর পাশে রয়েছে। তিনি আরও বলেন, করোনার সময় হোক বা সাধারণ পরিস্থিতি হোক সীমান্তের বাসিন্দাদের সাহায্য করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত।