আজ রবিবার(21.08.2022) লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রাল এর সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার অন্তর্গত পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে 'রিলিভিং দ্যা হাঙ্গার ' কর্মসূচী নিয়ে।অনাথ বাচ্চাদের দুপুর…
আজ রবিবার(21.08.2022) লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রাল এর সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার অন্তর্গত পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে 'রিলিভিং দ্যা হাঙ্গার ' কর্মসূচী নিয়ে।অনাথ বাচ্চাদের দুপুরের আহারের পাশাপাশি তাদের হাতে একটি করে সুন্দর কলম তুলে দেওয়া আশীর্বাদ স্বরূপ। আশ্রমের বাচ্চাদের দিয়ে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব সেক্রেটারি শ্রেয়া মাইতি সহ উপস্থিত ছিলেন অর্ণব মাইতি,শৈবালকান্তি মাইতি,সমীর মাইতি, অসীম মাইতি, স্নিগ্ধা ,তপতী,ইভা মাইতি ও সুমিত্রা সাউ গিরি সহ অন্যান্য লায়ন সদস্যবৃন্দ ।
![]() |
বলরাম করণ, সুমিত্রা সাউ গিরি |
ক্লাব সদস্যা সুমিত্রা সাউ গিরি জানালেন আশ্রমের কর্ণধার মাননীয় বলরাম করণ বাবু
ও বাচ্চাদের অমায়িক আন্তরিকতা সহ আশ্রমের স্নিগ্ধ-সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের কথা,বাচ্চাদের শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার কথা।