Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সীমান্ত নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক সীমান্তে ১ চোরাকারবারীকে আটক করেছে

দেবাঞ্জন দাস, ১৭ আগস্ট: বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা ১ ভারতীয় পাচারকারীকে ধরেছে।
গত ১৬ ই আগস্ট সীমা চৌকি নাদিরখানা, ৭০ ব্যাটালিয়নের জোয়ানরা সীমান্তে একজন ভারতীয় চোরাকারবারীকে ৯৭ ফেনসিডিল ব…



দেবাঞ্জন দাস, ১৭ আগস্ট: বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা ১ ভারতীয় পাচারকারীকে ধরেছে।


গত ১৬ ই আগস্ট সীমা চৌকি নাদিরখানা, ৭০ ব্যাটালিয়নের জোয়ানরা সীমান্তে একজন ভারতীয় চোরাকারবারীকে ৯৭ ফেনসিডিল বোতল সহ গ্রেফতার করেছে, যেগুলো সে চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু জওয়ানরা তাকে নাকাবন্দী করে ধরে ফেলে। ধৃত পাচারকারীর নাম নসিবুল শেখ, জেলা - মালদহ। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৯,৯১৫/- টাকা।


 জব্দ সামগ্রী ও পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইংরেজবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


  সঞ্জয় শর্মা, কমান্ডিং অফিসার, ৭০ ব্যাটালিয়ন তার বিবৃতিতে জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার টিম রয়েছে।