Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : কাঙ্খিত ভালোবাসা।✍️ রাজা চক্রবর্তীতারিখ:- ২৪/৮/২২.
আছে কি কিছু তোমার, যা আমাকে দিতে পারো..... আমার তমিশ্রা কে ময়ূখ করতে সেই অমরকোশ।সেই রকম অংশু রোসনাই উৎসবে মাততে পারবে, তুমি আমার সাথে.....
-আমার অন্তরে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম : কাঙ্খিত ভালোবাসা।

✍️ রাজা চক্রবর্তী

তারিখ:- ২৪/৮/২২.


আছে কি কিছু তোমার, 

যা আমাকে দিতে পারো..... 

আমার তমিশ্রা কে ময়ূখ করতে সেই অমরকোশ।

সেই রকম অংশু রোসনাই উৎসবে মাততে পারবে, 

তুমি আমার সাথে.....


-আমার অন্তরে নেই সেই নগ্ন স্বচ্ছতা...

-যা তোমার মধুশ্রীতে ছায়া ফেলতে পারে....

-আর তরঙ্গিত হয়ে অমরকোশ উৎসবে ফুরফুরে অঙ্গ দুলিয়ে গাইতে পারব না এক অমল সঙ্গীত। 

-আমার বাহুতে নেই সেই প্রতিপত্তি,

-যেখানে তোমার আমার শান্তির ঘর বাঁধার স্বপ্নগুলো প্রতিফলিত হয়ে বাস্তবে আসতে চায়,

-ঠিক সেই ওয়াক্তে তোমার অভীপ্সা সর্বগ্রাসী অষ্টাদশী তনু কবিতায় পড়তে চায়....

-তেমন ভালোবাসার উৎসবে নাচতে চাই না.....

-যেখানে থাকে না হৃদয়গতির ছন্দ......

-শুধু উঁচু-নিচু খানাখন্দে মাটি চাপা পড়ে দুটি শরীর।


সে ভালোবাসা আমি তোমায় দিতে পারব না.......

আমার শরীরে রয়েছে শুধু প্রণয়াকাঙ্ক্ষী  নির্গন্ধ কতগুলো রক্ত গোলাপ, 

হৃদস্পন্দনে রক্তমাখা নদীর চলাচল........

যদি বল এই মুহূর্তে দু-একটি রক্ত গোলাপের কুড়ি ছিঁড়ে দেবো তোমার হাতে.....

তুমি ছুঁড়ে ফেল দিও অকপটে......

বাসি ফুল মনে করে।

ভোরবেলায়, নির্জনে না পাওয়ার কাঙ্খিত ভালোবাসার সিঁদুর মুছে বিছানা ছেড়ে।


R.c..@..24/8/22.