Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগ_কবিতা#শিরোনাম_ধ্বংসাবশেষ_পরে#কলমে_অসীম_মজুমদার#তারিখ_২৪_০৮_২২
কিছু স্থায়ী নয়, তবু নাই ভয়ভালোবাসা আছে বিষাদ মাখা, অমূল্য সঞ্চয়।যেতে নাহি দিব, ভুলে না হারাবআপন মনের গোপন বাসনা, মায়াময় আশ্রয়।
তবু দিবা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#বিভাগ_কবিতা

#শিরোনাম_ধ্বংসাবশেষ_পরে

#কলমে_অসীম_মজুমদার

#তারিখ_২৪_০৮_২২


কিছু স্থায়ী নয়, তবু নাই ভয়

ভালোবাসা আছে বিষাদ মাখা, অমূল্য সঞ্চয়।

যেতে নাহি দিব, ভুলে না হারাব

আপন মনের গোপন বাসনা, মায়াময় আশ্রয়।


তবু দিবা নিশি, দুঃখেও হাসি

চাই না ছড়াতে বিষাদের রেশ, চেনা অচেনায়।

কার যন্ত্রণা বেশি, চোখ বানভাসি

অজান্তে কেন বাড়াবো ব্যাথা অমানবিকতায়!


এই আছি ভালো, গ্ৰহণের কালো

কেটে যাবে জানি, সহ্যের ক্ষণিক অপেক্ষাতে।

দ্রুত বহমান সময়, আশা ভরসায়

অপমানের গরল নিমিষে পান, নির্বাক বেদনাতে।


ভবিষ্যতের ছবি, আঁখি মুদে ভাবি

মিশে আছি, অমোঘ প্রেমেতে সবাকার অন্তরে।

চাইনি কখনো ক্ষতি, জীবন জ্যোতি

জ্বালাতে চেয়েছি, রুদ্ধ প্রাণের ধ্বংসাবশেষ পরে।