Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম --পিতা শ্রেষ্ঠ দেবতাকলমে --বিউটী বাগচী সরখেলতাং --২৩/০৮/২২
পিতা মোর হৃদয়, পিতা মোর প্রাণ,পিতা মোদের অহংকার, গর্ব করে সৃষ্টিসৃজন করেছেন দান।পিতার অবদান অনস্বীকার্য, মোদের ক্ষুদ্রতমজীবনে প্রতিদান।কতো স্নে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম --পিতা শ্রেষ্ঠ দেবতা

কলমে --বিউটী বাগচী সরখেল

তাং --২৩/০৮/২২


পিতা মোর হৃদয়, পিতা মোর প্রাণ,

পিতা মোদের অহংকার, গর্ব করে সৃষ্টি

সৃজন করেছেন দান।

পিতার অবদান অনস্বীকার্য, মোদের ক্ষুদ্রতম

জীবনে প্রতিদান।

কতো স্নেহ মর্মিতায়, ভালোবাসায় গড়েন মোদের জীবন,

মাতা পরম দেবী রূপে অধিষ্ঠান,

পিতার অবদান ও একটু একটু ও কম নন।

কতো আত্মত্যাগের বিনিময়ে, মোরা পাই সুখ,

স্বাচ্ছন্দ্য মোরা পাই,

অনেক, অনাবিল আনন্দ, অপার,উদাহরণ

আছে ভাই।

মোদের ভাল রাখার লাগি কত পরিশ্রম করেন,

মানুষ যাতে হয় সন্তান, সন্ততি ভবিষ্যৎ গড়েন।

কতো যাতনা সইতে হয় হাজারো বাহানায়,

নিজে নাহি করে সুখ ভোগ ত্যাগিয়া সব দেয়।

নিজে অর্ধাহারে থাকে, পরিবারের বায়না মেটায়,

এক জামা, কাপড়ে, সারাদিন,বছর কাটায়।

উৎসবে ও জোটেনা তার নতুন বস্ত্র পরিধান,

সন্তান সন্ততি, পরিবারের সদস্যদের বুঝতে নাহি দেন।

নিজে অছিলায় কর্মস্থলে কম খাদ্য খায়,

গাড়ির রাস্তায় সে পদব্রজে যায়।

সারা মাসের উপার্জিত অর্থ পরিবারের সুখ,সখের তরে,

পরিবার বর্গের সুখের লাগি তুলে দেন অকাতরে।

এ সংসারে তারি ন্যায় সন্ন্যাসি মেলা ভার,

 বলো মোদের পিতার জয়,দেই জয় ধ্বনী তার।

          @@@বি,বি,এস