তমলুকঃ আগামী ১৪ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতির শূন্যপদে নির্বাচনের মাধ্যমে পুরন করা হবে বলে জানা গিয়েছে।…
তমলুকঃ আগামী ১৪ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতির শূন্যপদে নির্বাচনের মাধ্যমে পুরন করা হবে বলে জানা গিয়েছে। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরের সভাগৃহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হবে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। শনিবার ছুটির দিনেও জেলার ২৫ টি ব্লকের বিডিও, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক হয়।উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, অতিরিক্ত জেলা শাসকরা। জানা গিয়েছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, ময়নায় নব নির্মিত সেতু,গত বছর যশ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দিঘার সৌন্দর্যায়ন, মাতঙ্গিনী হাজরার বাড়ি সংস্কারের শুভ উদ্বোধন করা হবে।

 
 
 
