Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজো মণ্ডপে রাজ্য সরকারি জনমুখী প্রকল্প তুলে ধরলেও সদস্যদের মধ্যে দ্বিমত থাকায় কোন বিশিষ্ট ব্যক্তি ছাড়াই ক্লাব সদস্যরাই ষষ্ঠীর দিনে দুর্গাপুজোর উদ্বোধন করবেন

তমলুকের নিউ ব্রাইট স্টার ক্লাব বিশ্ব বাংলার আদলে প্যান্ডেল তৈরি করেছে। যার মধ্যে রয়েছে নবান্ন সহ রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প।


যেমন সবুজ সাথী, কন্যাশ্রী, দুয়ারে সরকার, যুবশ্রী, কৃষক বন্ধুসহ একাধিক প্রকল…


তমলুকের নিউ ব্রাইট স্টার ক্লাব বিশ্ব বাংলার আদলে প্যান্ডেল তৈরি করেছে। যার মধ্যে রয়েছে নবান্ন সহ রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প।



যেমন সবুজ সাথী, কন্যাশ্রী, দুয়ারে সরকার, যুবশ্রী, কৃষক বন্ধুসহ একাধিক প্রকল্প প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। রাজ্য সরকারের ৬০০০০ টাকা অনুদান পেয়ে ক্লাব কর্তারা এবারের পুজোয় রাজ্য সরকারের প্রকল্প তুলে ধরবেন। এবারে তাদের ৪০ তম বর্ষে তমলুক শহরের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পই তুলে ধরা ছিল মূল উদ্দেশ্য।

নবান্নর আদলে বা রাজ্য সরকারের জনমুখী প্রকল্প তুলে ধরলেও উদ্বোধনের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কে আনার ক্ষেত্রে দ্বিমত রয়েছে ক্লাব সদস্যদের। তাই ক্লাবে সিদ্ধান্ত হয়েছে কোন রাজনৈতিক ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিকে ছাড়াই শুধুমাত্র ক্লাব সদস্যরাই পূজোর উদ্বোধন করবেন। আবহাওয়া কিছুটা খারাপ থাকার কারণে প্যান্ডেল তৈরির কাজ কিছুটা ধীরগতিতে হয়েছে। ষষ্ঠীর দিন উদ্বোধন। ক্লাব সদস্যদের মধ্যে দ্বিমত থাকলেও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প পূজা মণ্ডপে দেখতে ভিড় জমাবে সাধারণ মানুষ এমনটাই মনে করছেন ক্লাব সদস্যরা।