Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হওয়া তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজে আগামী নভেম্বর ভর্তি শুরু, পরিদর্শনে আইপিজিএমআর এর প্রতিনিধি দল

তমলুকঃ চলতি মাসের ১৪ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজের শুভ উদ্বোধন ঘটে। শীঘ্রই মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।
আগামী নভেম্বর মাসে তাম্রলিপ্ত গভর্নমেন্ট…



তমলুকঃ চলতি মাসের ১৪ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজের শুভ উদ্বোধন ঘটে। শীঘ্রই মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।


আগামী নভেম্বর মাসে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এ ছাত্র ভর্তি হবে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজের উদ্বোধন করেছিলেন। মেডিকেল কলেজের ছাত্র ভর্তি হওয়ার আগে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন।


৫ সদস্যের একটি দল এ দিন তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ ঘুরে দেখেন। তাম্রলিপ্ত  গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক সহ ফ্যাকাল্টির চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ছাত্রদের ক্লাস রুম, কম্পিউটার রুম, ল্যাব রুম, সহ একাধিক এলাকা ঘুরে দেখেন। পরিকাঠামো দেখে আধিকারিকরা ভীষন খুশি। ১০০ জন পড়ুয়া নিয়ে শুরু হবে পঠন পাঠন। প্রসঙ্গত মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর জেলা ভাগ হলেও জেলার মানুষের দাবী ছিল একটি মেডিকেল কলেজের। সেইমতো ২০১৯ সালের ২২ শে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছিলেন তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের।

পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরে গড়ে উঠেছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। ১৮ আসন বিশিষ্ট এই মেডিকেল কলেজের পরিকাঠামো গড়ার কাজ প্রায় শেষের দিকে। ক্লাসরুম থেকে লাইব্রেরী, ল্যাব রুম, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল কাজ সম্পন্ন।