Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হিন্দুধর্মাবলম্বীদের উদ্যোগে গো পূজো কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার রাধামাধব আশ্রমে মহা ধুমধামে উদ্দীপনায় পালিত হল অন্নকূট মহোৎসব। সেই সঙ্গে গো মাতাকে পূজা করা হলো। ৫৬ ভোগ ও ৩৬ ব্যঞ্জন সহযোগে অন্নের পাহাড় সাজিয়ে শ্রীকৃ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার রাধামাধব আশ্রমে মহা ধুমধামে উদ্দীপনায় পালিত হল অন্নকূট মহোৎসব। সেই সঙ্গে গো মাতাকে পূজা করা হলো। ৫৬ ভোগ ও ৩৬ ব্যঞ্জন সহযোগে অন্নের পাহাড় সাজিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করা হয়। বহু সংখ্যক সেবক রাত থেকেই পরম যত্নে এবং ভক্তিভরে রান্নার এই বহুবিধ পদ প্রস্তুত করেন। শুক্ত, ফুলকপি আলু পটলের রসা, কাঁচকলার গোল্লা ,পালংপনির লোটে শাকের তরকারি ,ধোকা ,পরমান্ন পেঁপে চালতার চাটনি বহুবিধ মিষ্টান্ন পায়েস পিঠাপুলি ছিল উল্লেখযোগ্য। পুরাণে উল্লেখ আছে শ্রীকৃষ্ণের যুক্তিসঙ্গত পরামর্শে ব্রজবাসী বৃষ্টির জন্য অহেতুক ইন্দ্রদেবের পুজো না করে তারা গোবর্ধন বা গোপূজা শুরু করেন। ইন্দ্র রুষ্ট হয়ে ব্রজধাম এ তুমুল বর্ষণ শুরু করেন। ব্রজবাসী কে দুর্যোগের হাত থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ গিরিধারী রূপে গিরিগোবর্ধন পাহাড় কে তুলে ধরে তার নিচে ব্রজবাসী কে আশ্রয় দান করেন। সেই প্রথা মেনে আজও ভক্তরা গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব এর আয়োজন করে আসছে কোলাঘাটে। আশ্রমের ভীম দাস বলেন এখন চলছে কঠোর নিয়ম নিষ্ঠা আচার এর মধ্য দিয়ে একমাসব্যাপী নিয়ম সেবা বা কার্তিক ব্রত উদযাপন। তার মধ্যেও প্রথা মেনে গো মাতার পুজোর আয়োজন। প্রতিবছরের মতো এবছরও ভক্ত সমাগমের খামতি ছিল না।