দেবাঞ্জন দাস, ২৬ অক্টোবর: ২৭ অক্টোবর ভাই ফোঁটার দিন মেট্রো উত্তর দক্ষিণে যাত্রীদের সুবিধার্থে ২৩৪ টি পরিষেবা (117 UP & 117 DN) চালাবে৷
প্রথম পরিষেবা: সকাল ৬:৫০ এ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর; দমদম থেকে কবি সুভাষ। ৬:৫৫ এ দমদম …
দেবাঞ্জন দাস, ২৬ অক্টোবর:
২৭ অক্টোবর ভাই ফোঁটার দিন মেট্রো উত্তর দক্ষিণে যাত্রীদের সুবিধার্থে ২৩৪ টি পরিষেবা (117 UP & 117 DN) চালাবে৷
প্রথম পরিষেবা:
সকাল ৬:৫০ এ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর; দমদম থেকে কবি সুভাষ। ৬:৫৫ এ দমদম থেকে দক্ষিণেশ্বর। ৭ টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।
শেষ পরিষেবা:
রাত ৯:২৮ এ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।
৯:৩০ এ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।
৯:৪০ এ দমদম থেকে কবি সুভাষ; কবি সুভাষ থেকে দমদম।
অন্যদিকে ইস্ট ওয়েস্ট করিডোরে মোট ৯০ টি পরিষেবা (45 UP এবং 45 DN) ২০ মিনিটের ব্যবধানে চলবে।
প্রথম পরিষেবা:
সকাল ৬:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত
সকাল ৭ টায় সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত।
শেষ পরিষেবা:
রাত ৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত।
৯:৪০ এ সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ।