Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুস্থ সংস্কৃতির আরও প্রসারের লক্ষ্যে *প্রথম বইমেলার জন্য প্রস্ততি শুরু হলো বৈষ্ণবতীর্থ গোপীবল্লভপুরে

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর ঝাড়গ্রাম: প্রথমবারের জন্য গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হতে চলেছে গোপীবল্লভপূর বইমেলা। ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত শাল,শিশু, শিমুল,মহুলে ঘেরা, বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান এবং চার শতাধিক …

 


নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর ঝাড়গ্রাম: প্রথমবারের জন্য গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হতে চলেছে গোপীবল্লভপূর বইমেলা। ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত শাল,শিশু, শিমুল,মহুলে ঘেরা, বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান এবং চার শতাধিক বছরের বেশি ইতিহাসের ঐতিহ্য বহনকারী জনপদ গোপীবল্লভপুর। অবিভক্ত মেদিনীপুর জেলার ইতিহাস, রাজনীতি,শিক্ষা, ক্রীড়া , সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গোপীবল্লভপুর। সংস্কৃতির অন্যতম পীঠস্থান হলেও আগে কখনও বইমেলা এই জনপদে আয়োজিত হয় নি। এবার "গোপীবল্লভপুর বইমেলা" আয়োজন করতে এবং এলাকায় সুস্থ সংস্কৃতির আরও প্রসার ঘটাতে এগিয়ে এলেন এলাকার বুদ্ধিজীবী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, শিক্ষক ও বিভিন্ন অংশের সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ।


বইমেলা আয়োজনের লক্ষ্য নিয়ে রবিবার বিকেলে ইতিহাস বিজড়িত স্থানীয় বর্গীডাঙা ময়দানে বইমেলা আয়োজন নিয়ে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত সংস্কৃতি প্রেমীদের উদ্যোগে প্রাথমিক ভাবে পঞ্চাশ জনের একটি বইমেলা কমিটি গঠন করা হয়। পরবর্তী কালে এই কমিটি আরও বর্ধিত আকার ধারণ করবে এবং এখানে শুধু মাত্র গোপীবল্লভপুরে এলাকা নয় অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন এলাকার মানুষজনকে এতে যুক্ত করা হবে তেমনি প্রতিবেশী রাজ্য ঝড়খন্ড, ওড়িশার কিছু গুণিজনকে যুক্ত করা হবে। পাশাপাশি সুবর্ণরৈখিক অববাহিকার সঙ্গে শেকড়ের যোগ রয়েছে কিন্তু কর্মসূত্রে বাইরে থাকেন তাঁদেরও যুক্ত করা হবে। সামনের ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই বইমেলা আয়োজন করার প্রস্তাব এদিনের সভায় গৃহীত হয়। এই বইমেলা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী "আমারকার ভাষা আমারকার গর্ব""। এই বইমেলায় বাংলা বইয়ের পাশাপাশি সাঁওতালি,কুড়মালী, সুবর্ণ রৈখিক,ওড়িয়া, হিন্দি, ইংরেজি বইয়ের স্টল রাখার চেষ্টা করা হবে। বইমেলার দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তাতে স্থানীয় সংস্কৃতি বিশেষ গুরুত্ব পাবে‌ বইমেলা কে কেন্দ্র করে বেশকিছু বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদানন্দ দাস, জয়ন্ত দাস, অনিমেষ সিংহ, সুদীপ কুমার খাঁড়া, সন্দীপন দাস, তন্ময় বক্সি, শান্তিদেব দে, নির্মলেন্দু জানা, সুশান্ত কুমার দে, সুখময় পণ্ডা, নরসিংহ পৈড়া, মনীশ তালধী, শোভন পাল, প্রসেনজিৎ প্রধান, দীপক কুমার বাড়ী, রাজীব পট্টনায়ক,রূপক জানা, মণিময় সাউ, পবন খামরি, সাধুচরণ কারক,সুমন বেরা,অজিত কুমার সুঁই,রহিম দন্ডপাট,মণীষ তালধী প্রমুখ।