Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম --অশুভ শক্তির বিসর্জনকলমে--বিউটী বাগচী সরখেলতাং--১১/১০/২২
যেকোনো দেব দেবীর আরাধনার পরে ,দেই মোরা মূর্তি বিসর্জন।এই নিয়ম বা প্রথা বহু দিনের।
মা দুর্গা নারী শক্তির উদাহরণ,আভাসে, ইঙ্গিতে, কানে কানে বলে,হে ব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম --অশুভ শক্তির বিসর্জন

কলমে--বিউটী বাগচী সরখেল

তাং--১১/১০/২২


যেকোনো দেব দেবীর আরাধনার পরে ,

দেই মোরা মূর্তি বিসর্জন।

এই নিয়ম বা প্রথা বহু দিনের।


মা দুর্গা নারী শক্তির উদাহরণ,

আভাসে, ইঙ্গিতে, কানে কানে বলে,

হে বিশ্বের নারীর দল,

ওঠো,জাগো তুমি শক্তি রূপিনী,

মহা শক্তি ধর,

থেকো না দুরে সরে, এগিয়ে যাও,

এসো,ধরো অস্ত্র,

মা আমার যাবার পূর্বে, তার যুদ্ধং দেহি,

তারি উদাহরণ।

শুভ শক্তির করো উন্মোচন, অশুভ শক্তির বিনাশ হোক,

হে নারী, তুমি,মা, জননী,পত্নি সব তোমাতে বর্তমান,

আমরা কায়িক দেহ দেই বিসর্জন।

শক্তি রূপীনি আত্মা অবিনেশ্বর,


জাগো, ওঠো লক্ষ্মী মায়ের দল,

তোমরা যদি জাগো হবে দেশের মঙ্গল,

না জাগিলে দেশের মঙ্গল হতে পারে না,

কভু কখনো হবে না।


অসুর আজকের দিনে, সমাজে নিয়ত আছে,

যুগে যুগে ছিল, আছে, থাকবে,

নারী তব শক্তি দিয়ে করো নিঃশ্বেষ,

তোমাদের হতে হয় ধর্ষিত,

কি তোমাদের ঘাটতি, কেন?কেন?

মায়ের আছে নির্দেশ, অস্ত্র করো ধারণ,

দূর করো শয়তান, মানুষ রূপি অপদেবতা দের,

তুমি নারী, তুমি, শক্তি রূপিণী সংস্থিতা।

               @@বি,বি, এস