Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বি-দশপদী অণু সনেট
   প্রেমের আত্মাহুতিকখগ::কখগ//ঘঙঘঙ৬/৪ অন্তমিল রীতিতেডাঃ বিভাসচন্দ্র বিশ্বাস  তাং- ১১/১০/২০২২
প্রেয়সী প্রেরণা অন্তহীনঘোচায় মনের অন্ধকার,ফলবহির্মুখী জ্ঞাননেত্রে !কক্ষনো নয় তা অর্থহীনসে রণ'প্রেরণা প্রমিলার,স্ব…

 


বি-দশপদী অণু সনেট


   প্রেমের আত্মাহুতি

কখগ::কখগ//ঘঙঘঙ

৬/৪ অন্তমিল রীতিতে

ডাঃ বিভাসচন্দ্র বিশ্বাস

  তাং- ১১/১০/২০২২


প্রেয়সী প্রেরণা অন্তহীন

ঘোচায় মনের অন্ধকার,

ফলবহির্মুখী জ্ঞাননেত্রে !

কক্ষনো নয় তা অর্থহীন

সে রণ'প্রেরণা প্রমিলার,

স্বার্থ বহির্ভূত কর্মক্ষেত্রে !


সুলোচনার'ই মধ্যে দেখি

অভেদ প্রেমের পরিপ্লুতি,

কানীনমৃত্যুতে ধন্য বৈকি

তারই'প্রেমের আত্মাহুতি ?


*******বিসিবি*******