সৃষ্টি সাহিত্য যাপন
হৃদয় ভগ্নস্তূপডোনা সরকার সমাদ্দার
রাশি রাশি অপমান, আর হৃদয় নিতে পারে না।আজ আর চোখ নিশিযাপন করে না,সময়ের প্রতিকূলে একা বৈঠা নিয়ে হাতে।দিনের ব্যস্ততাও আজ সবকিছু ভোলাতে পারেনা।কঠিন সমরে একাকী,নিঃশব্দ যন্ত্রণা বুকে…
সৃষ্টি সাহিত্য যাপন
হৃদয় ভগ্নস্তূপ
ডোনা সরকার সমাদ্দার
রাশি রাশি অপমান, আর হৃদয় নিতে পারে না।
আজ আর চোখ নিশিযাপন করে না,
সময়ের প্রতিকূলে একা বৈঠা নিয়ে হাতে।
দিনের ব্যস্ততাও আজ সবকিছু ভোলাতে পারেনা।
কঠিন সমরে একাকী,
নিঃশব্দ যন্ত্রণা বুকের ভিতর তান্ডব করে।
চাপা যন্ত্রণা কুড়ে কুড়ে খায়।
বিশ্বাস ভাঙার বেদনায় জীর্ণ হৃদয়।
অনুভূতিগুলো আজ আর ডানা মেলেনা।
জীবন নিস্তরঙ্গ।
অস্ফুটে ভগ্ন হৃদয়।
রচনাকাল-সকাল 05:30
শিলিগুড়ি