অন্ধকার থেকে আলোর পথেকলমে: মনোজ ভট্টাচার্য্যতারিখ:১৭/১০/২০২২''''''''''''''''''''''''''''''''''…
অন্ধকার থেকে আলোর পথে
কলমে: মনোজ ভট্টাচার্য্য
তারিখ:১৭/১০/২০২২
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""”""'''
''''’''’''''''''’'''''’'’''''''''''''''''’'''’’’'''''''
যৌনপল্লীর অন্ধকারে
অশান্ত জীবনে এসে,
স্থিতিশীলতারে আঁকড়ে ধরতে
চেয়েছি যে মাঝে মাঝে।
হেন কালে তুমি বহুদিন পরে
বিদেশ থেকে এসে,
বন্ধু কাকুর বাড়িতে উঠলে
আমারেই খুঁজে পেতে।
সৎমা আমারে
নামালো বাজারে
বাবা গত হলে পরে,
অভাবের আগুনে
রূপের জৌলুস
হতে লাগল ফিকে।
ব্যথা-বেদনায় হতাশ হয়ে,
ভাবছি তোমাকে মনে মনে,
এমন সময় বিদেশ থেকে
এলে তুমি সংগোপনে।
বন্ধু কাকুর বাড়িতে তুমি
উঠেছো কেন জানি,
তোমার বাবা নেয়নি মেনে
তোমার এই পাগলামি।
হতদরিদ্র ঘরেতে আমি
জন্মেছি শুধু বলে,
তোমার বাবার সম্মান হানি
হবে উচ্চ মহলে।
আশার আলো নিভিয়েছে
হতাশার অন্ধকারে,
এমন সময় তুমি এলে
আমায় খুঁজে পেতে।
এখন আমার রাত্রি কাটে
নাইট ক্লাবে মধ্য রাতে,
শুনলে তুমি সইতে নারবে
কষ্ট পাবে মনে মনে।
যে ভয়টা করছি আমি
পড়েছি টেনসেনে,
সেই কারনেই এড়িয়ে যাচ্ছি
থাকছি অন্যখানে।
খুঁজোনা আমায় পাগলের মত
অশুচি হয়েছি আমি,
পরিবারেরমুখে হাসি ফোটাতে
নেমেছি এ পথে স্বামী!
হেন কালে তুমি ছিলে নাজানি,
আমার ঠিকানা পেয়ে,
হাতটি ধরতে বললে আমাকে,
আলোর সন্ধান দেবে।
পারিনি তোমাকে চেষ্টাকরেও
নিজেরে সরিয়ে রাখতে,
শহর ছেড়ে অন্য শহরে
নিয়ে গেলে সংসার পাততে।
যে কথা তুমি বললে আমারে
চোখ ভরে গেল জলে,
ব্যথার আগুনে পাপ পুড়েছে
শুদ্ধ প্রেম-বারি সিঞ্চনে।
"""""""""""""”””'’'''''''''''’’'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''’''''''''''''''''''''''''''''''''’''''''''’'''’'