Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- দেখে যেতে চাইবকলমে- শুভাশিস সাহুতারিখ- 20/10/2022
তোমাকে বেসেছি ভালো, আজও সে স্মৃতি মনে পড়ে। সন্ধ্যার জলস্রোতে আবছায়া অন্ধকারের ভিতরজানি তুমি আছো। 
কেন যে এই প্রেমআমাকে জাগায়? কেন এই পৃথিবীআমাকে মায়া…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- দেখে যেতে চাইব

কলমে- শুভাশিস সাহু

তারিখ- 20/10/2022


তোমাকে বেসেছি ভালো, 

আজও সে স্মৃতি মনে পড়ে। 

সন্ধ্যার জলস্রোতে 

আবছায়া অন্ধকারের ভিতর

জানি তুমি আছো। 


কেন যে এই প্রেম

আমাকে জাগায়? 

কেন এই পৃথিবী

আমাকে মায়া দেখায়? 


আমি আজও সারা গায়

অন্ধকার মেখে বসে আছি। 

পৃথিবীর শূন্য পথে

আমি হেঁটেছি অনেকবার। 

শুধু দেখে যেতে চাইব

তোমার গায়ের সেই

স্নিগ্ধ আলো।