Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#একটু_অপেক্ষা_করতে_পারো_না_তুমি...!!!#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী#অক্টোবর_২০_২০২২----------------------------------------------
একটু অপেক্ষা করতে পারো না তুমি...!!!
অপেক্ষা... সে তো সবাই করে;কিন্তু তুমি কেন পারো না ?
ভ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#একটু_অপেক্ষা_করতে_পারো_না_তুমি...!!!

#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী

#অক্টোবর_২০_২০২২

----------------------------------------------


একটু অপেক্ষা করতে পারো না তুমি...!!!


অপেক্ষা... 

সে তো সবাই করে;কিন্তু তুমি কেন পারো না ?


ভেবে দেখেছো কখনো

সূর্যটা কেমন সকাল হওয়ার অপেক্ষায় সারারাত চুপ থাকে;


চাঁদটা কেমন রাত্রির অপেক্ষায় থাকে;


সারাদিন পাখির বাসাগুলো শূন্য পড়ে থাকে বিকেলে পাখিদের বাসায় ফেরার অপেক্ষায়;


কাশফুলের কথা ভেবেছো কখনো;

একবছর অপেক্ষা করে থাকে

শরতের জানান দিতে,

মায়ের আগমনের জানান দিতে ।


সেই বাচ্চাগুলোর অপেক্ষার কথা ভেবে দেখেছো কখনো

যারা দুমুঠো ভাতের জন্য অপেক্ষা করে বসে থাকে...


দেখেছো সেই অপেক্ষার প্রহর কাটার মুহূর্তে তাদের মুখের হাসি ?


মনে আছে তোমার সেই মরা নদীটার কথা ;

কতকাল অপেক্ষার পর সে তার যৌবন ফিরে পেয়েছিল।


মনে আছে অপেক্ষার অবসানের পর নদীটার বাঁধভাঙা সেই কুলকুল হাসির শব্দ;

দেখেছিলে নদীটার ছোট্ট ছোট্ট ঢেউগুলোর উপর সূর্যের আলোটা কেমন খেলা করছিল;

কতদিন কতকাল অপেক্ষার পর...


প্রতিটা অপেক্ষাই কষ্টের...


প্রতিটা অপেক্ষাই পরিস্থিতির শিকার...


কিন্তু প্রতিটা অপেক্ষার অবসানের মুহূর্তটা ভীষণ আনন্দের...


ধৈর্য্য ধরে,ভরসা করে সেই অপেক্ষাটুকু করতে জানতে হয়,শিখতে হয়।


ধূর কাকে বোঝাচ্ছি আমি...!!!


তুমি তো অপেক্ষা মানেই বোঝো না;


তুমি তো পরিস্থিতি বোঝো না;


তুমি সূর্যের রাতজাগা বোঝো না সকালের জন্য;


রাত্রির অপেক্ষায় চাঁদের কষ্ট বোঝো না;


কিছুই বোঝো না তুমি, কিছু না...


কিছু অপেক্ষা মধুর হয়, ভীষণ মধুর।


অপেক্ষা করতে শেখো অপেক্ষার অবসানের মুহূর্তকে উপভোগ করার জন্য।


অপেক্ষাদেরও অপেক্ষায় থাকতে দাও অপেক্ষাগুলো মেটার আশায়।


আক্ষেপ একটাই...


একটু অপেক্ষা করতে পারো না তুমি...!!!


          ⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛