Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম :--প্রেমবৃক্ষকলমে :--- বামাপদ মণ্ডলতারিখ :--১২/১০/২০২২
আমি ভালোবাসার বীজ বুনেছি            হৃদ-মন্দিরে গহীন বনে,অঙ্কুরিত হলে সে বীজ            প্রেমানন্দে ভরে থাকবে মনে।প্রেমের বৃক্ষে স্বপ্নের রানী      …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম :--প্রেমবৃক্ষ

কলমে :--- বামাপদ মণ্ডল

তারিখ :--১২/১০/২০২২


আমি ভালোবাসার বীজ বুনেছি

            হৃদ-মন্দিরে গহীন বনে,

অঙ্কুরিত হলে সে বীজ

            প্রেমানন্দে ভরে থাকবে মনে।

 

প্রেমের বৃক্ষে স্বপ্নের রানী 

            এসে থাকবে সুখের নীড়ে,

রাখবো তাকে যত্ন করে

            স্মৃতি সৌধে বাড়বে ধীরে।


বাজবে  বৃক্ষে প্রেমের বাঁশি

            অন্তরের ভালোবাসা উঠবে হেসে,

ফুলে ফলে ভরবে হৃদয়

         প্রেম বংশী ধ্বনি ভালোবেসে।


প্রেম ভালোবাসা কঠিন ব্যাধি

             বেদনায় মন ছটফট করে,

 বৃক্ষ দুঃখ কষ্টে হৃদমাঝারে

            আবেগ মোহেকে রাখবে মুড়ে। ।


প্রাণভ্রমরা শীতল ছায়ায় বসে 

             আনন্দে রবে হিয়ার মাঝে,

গাইবে গান মনপাখি মোর

            হৃদয় বীণায় সকাল সাঁঝে।


প্রাণপাখি মোর পলকে পলকে

            প্রেম ভালবাসার  সুখের টানে,

উড়বে মনবেড়ি  মুক্ত হয়ে

            রঙিন প্রেমের জোয়ার বানে।


রাখবো তারে হৃদয় ফুলদানিতে

            ভালোলাগার ফুল উঠবে ফুটে,

প্রেমের হাসি ফুটবে প্রাতে

           পাপড়ি ভাসবে অন্তরে ছুটে।