Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা :-অজ্ঞেয় কলমে :-সন্ধ্যা দাস তারিখ :-১২/১০/ ২০২২
মরসুমি আবেগে পাতাদের কম্পন  নিত্য নতুন রঙের প্লাবন ,স্নেহের আঁচলে বনানী তবু ছায় ফলে ফুলে ভরা শ্যামলিমা অঙ্গন |
তবু শ্রাবণ এলে ভেজার আনন্দে স্রোতে ভাসে কিছু তার বৈভব ,সাদা মেঘের …

 


কবিতা :-অজ্ঞেয় 

কলমে :-সন্ধ্যা দাস 

তারিখ :-১২/১০/ ২০২২


মরসুমি আবেগে পাতাদের কম্পন  

নিত্য নতুন রঙের প্লাবন ,

স্নেহের আঁচলে বনানী তবু ছায় 

ফলে ফুলে ভরা শ্যামলিমা অঙ্গন |


তবু শ্রাবণ এলে ভেজার আনন্দে 

স্রোতে ভাসে কিছু তার বৈভব ,

সাদা মেঘের হাতছানি শরতের আকাশে 

কার্পাস ভাঙে স্মৃতিরা পরাভব|


কুয়াশা স্নাত হেমন্তের হেমে আচ্ছন্ন মন 

টিঁকে থাকার লড়াইয়ে বৃন্ত বেপমান ,

আগামীর ঝরা মরসুমে দুর্জয় সংগ্রাম 

বাঁচার সাহস সে তো বিটপীর দান |


ছেঁড়া ছেঁড়া কিছু টুকরো মুহূর্ত 

চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে বিষন্ন বেলা ,

জরা জীর্ণতায় নূজ্য অবয়বের গ্লানি 

জীবন্ত বোঝা হয়ে সহে অবহেলা |


আগামী মেলবে শাখা রাঙা বসন্তে 

নব কলেবরে উচ্ছসিত কলরবে ,

উর্বর পলিতে পরিপুষ্ট দেহমন 

শিকড়ের বাঁধন একদা শিথিল হবে |


মনিমুক্তা খচিত আকাশের ব্যথা 

তারা খসা দেখে যায় না বোঝা ,

কত ঢেউ গড়তে পারের আঘাতে 

বিলুপ্ত কত ঢেউ হয় না খোঁজা |