Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : মাঝের নীরবতা কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ১৭ , , ১০ , ২০২২
আমার হাতে ছিপ , যা করার করে বঁড়শি ,বোধের কাজ বোধ করে আমরা হলাম পড়শী ;ইচ্ছা মনে তেমনি কাজ করে চুপ নিত্য ,আমরা নাচি গাই , সুর তালে ব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : মাঝের নীরবতা 

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ১৭ , , ১০ , ২০২২


আমার হাতে ছিপ , যা করার করে বঁড়শি ,

বোধের কাজ বোধ করে আমরা হলাম পড়শী ;

ইচ্ছা মনে তেমনি কাজ করে চুপ নিত্য ,

আমরা নাচি গাই , সুর তালে বাঁধে চিত্ত ।


তাই বলে কি ফালতু আমরা ? ফালতু নই কেউ ,

বুঝত সাগর কীসে কদর , না থাকলে ঢেউ ;

আমার হাত , আমার চোখ , আমার খাতা পেন ,

মগজেই শব্দব্রহ্ম সমুদ্র সফেন ।


বীণা আমার , সুরের সাগর আমার মনে ,

আমি আছি বলেই চাঁদ ওঠে গগনে :

আমি আছি বলেই রামধনু ধরে রং ,

নইলে ফুল বনে ফুটে থাকত অকারণ ।


মন না হলে মৌমাছি ফুলের কদর কী ?

নিজেই নিজে আটখানা যেমন ধনীর ঝি ;

মূর্তি গড়েন শিল্পী , আমরা যোগাই মাটি ,

নিশ্চুপ অন্ধকারে জোনাক সাজায় রাতি ।


আমি শূন্য বলেই আকাশ পূর্ণ তারায় ,

বাজিয়ে মেঘের মাদল গায় শ্রাবণধারায় ;

সবুজের সব রং মেঘরঙে নিশ্চুপ ,

কবিতার ফুল শূন্য বাগেই ফুটতে উৎসুক ।


এমনি করেই তুমি আমি দোঁহে মিলে

অনন্তকাল আছি অনন্ত নিখিলে ;

মাল্লারে দেয় ভরসা যেমন তরীর হাল ,

বাতাস লেগে তেমনি খুশিতে নাচে পাল ।


মর্মেই বাজে মর্মের এমনি এসব কথা ,

কবিতার ফুল ফোটায় মাঝের নীরবতা ।

------------------------------------------------------------