নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বৃহস্পতিবার মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে মেদিনীপুরের মুকুটহীন সম্রাট দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৮৯ তম প্রয়াণ দিবস যথোচিত মর্যাদা সহকারে উদযাপন করা হয়। এদি…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বৃহস্পতিবার মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে মেদিনীপুরের মুকুটহীন সম্রাট দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৮৯ তম প্রয়াণ দিবস যথোচিত মর্যাদা সহকারে উদযাপন করা হয়।
এদিন সকালে মেদিনীপুর শহরের জজকোর্টে অবস্থিত দেশপ্রাণের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। প্রথমে ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক অনাদি কুমার জানা ও ইউনিট সম্পাদক মৃত্যূঞ্জয় খাটুয়া দেশপ্রাণ বীরেন্দ্র নাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পাশাপাশি এদিন পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু, ইউনিটের কোষাধ্যক্ষ অরূপ কুমার দাস, ইউনিটের তিন সহ-সম্পাদক সমাজকর্মী অমিতাভ দাস,অধ্যাপক ডঃ সুশান্ত দে,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সহকারী কোষাধ্যক্ষ প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক তারাপদ বারিক, কার্যনির্বাহী কমিটির সদস্য শিক্ষক বিশ্বজিৎ সাহু প্রমুখ। পাশাপাশি গবেষক অরিন্দম ভৌমিকের নেতৃত্বে মেদিনীপুর ডট ইনের পক্ষ থেকেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।