সমবায় নির্বাচনে রাম বাম জোটকে হারালো তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট। পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি কৃষি সমবায় সমিতি।
নন্দকুমারের বহরমপুর সমবায়ে শাসকদল তৃণমূলকে ঠেকাতে রাম- বাম জোট করা হয়েছিলো। এবার মহিষাদল ব্লকের গেঁওখালী কৃষি স…
সমবায় নির্বাচনে রাম বাম জোটকে হারালো তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট। পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি কৃষি সমবায় সমিতি।
নন্দকুমারের বহরমপুর সমবায়ে শাসকদল তৃণমূলকে ঠেকাতে রাম- বাম জোট করা হয়েছিলো। এবার মহিষাদল ব্লকের গেঁওখালী কৃষি সমবায় সমিতির নির্বাচনে দেখাগেলো উল্টো পুরাণ। এবার রাম বাম কে ঠেকাতে তৃণমূল ও কংগ্রেসের জোট। জোট করে জয়। সমবায়ের মোট আসন ৪৯। তৃণমূল -২৬, সিপিএম-৯, বিজেপি-৯ এবং কংগ্রেসের -৫। সমবায়ে জোট হলেও আগামী পঞ্চায়েত নির্বাচনে জোট হবে কিনা সময়ই বলবে। সমবায়ের এই জয়ে উল্লাসে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা।