Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের

দু'বছর করোনার কারণে সমবায়ের নির্বাচন বন্ধ ছিল। এবছর পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন রবিবার হয়ে গেল। সমবায়ের মোট আসন ৬৮। তারমধ্যে তৃণমূল কংগ্রেস পায় ৬১ টি আস…



দু'বছর করোনার কারণে সমবায়ের নির্বাচন বন্ধ ছিল। এবছর পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন রবিবার হয়ে গেল। সমবায়ের মোট আসন ৬৮। তারমধ্যে তৃণমূল কংগ্রেস পায় ৬১ টি আসন। সিপিএম পেয়েছে চারটি আসন, বিজেপি পেয়েছে দুটি আসন, এবং এসইউসিআই পেয়েছে একটি আসন। সমবায় নির্বাচনে ফলাফল বের হতেই আনন্দে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা পাশাপাশি কর্মী সমর্থকরা বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠে।


আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়ল তা মনে করছে শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই সমবায়। বিজেপির কার্যকর্তা নারায়ণ মাইতি জানালেন এর আগে সমবায় নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারতাম না। এবারের সেই জায়গায় দাঁড়িয়ে ৬২ টি আসনে বিজেপি প্রার্থী দিতে পেরেছে। নন্দকুমার এর সিপিএম বিজেপির যে জোট হয়েছিল তা এদিন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি অস্বীকার করেন। কোন জিনিস সিপিএমের সঙ্গে বিজেপির আঁতাত হয়নি। আর হবেও না। দুটি আসনে বিজেপি জিতেছে।