বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট সোশ্যাল মিডিয়া যুগে ও সাহিত্য অনুরাগী মানুষের সংখ্যা এখনো কমেনি। স্বরচরিতা কবিতা থেকে শুরু করে সাহিত্যিকদের কথা শুনতে হাজির হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের …
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
সোশ্যাল মিডিয়া যুগে ও সাহিত্য অনুরাগী মানুষের সংখ্যা এখনো কমেনি। স্বরচরিতা কবিতা থেকে শুরু করে সাহিত্যিকদের কথা শুনতে হাজির হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের অনতিদূরে শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে রবিবার বিকেলের পড়ন্ত বেলায় । রেনুকা সাহিত্য পত্রিকার উদ্যোগে সারা বাংলা সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কবি থেকে সাহিত্যিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাহিত্যের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন তাপস রায়, সুকুমার মাইতি, ভবেশ বসু পত্রিকার সম্পাদক মনোরঞ্জন খাঁড়া। কবিতা পাঠে অংশগ্রহণ করে আব্দুল মান্নান,স্বপন বাগ, আনন্দমোহন দাস, প্রমথনাথ মন্ডল। রেনুকা সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পৌরহিত করেন গবেষক কমল কুন্ডু।