বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুকপূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি শ্রী হরি গেস্ট হাউসে রবিবার মেচেদা রামকৃষ্ণ এডুকেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে পিছিয়ে পড়া মানুষদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করার জন্য মশারি প্রদান করা হল…
বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি শ্রী হরি গেস্ট হাউসে রবিবার মেচেদা রামকৃষ্ণ এডুকেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে পিছিয়ে পড়া মানুষদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করার জন্য মশারি প্রদান করা হল। সেই সঙ্গে ৩৭০ জন দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মদক্ষ মামুদ হোসেন, সাহিত্যিক সুকুমার মাইতি, সংস্থার সম্পাদক সুরজিৎ সামন্ত, কবি দেবাশীষ প্রধান প্রমথনাথ মন্ডল অনিল সামন্ত বৃক্ষ মিত্র শচীনন্দন সামন্ত , বঙ্গীয় মাহিষ্য সমিতির রাজ্য সম্পাদক অষ্টম কুমার সাহু প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত মানুষদের আনন্দ দান করে তুলে।' অনেক কথা 'পত্রিকার পুজো সংখ্যা প্রকাশ করা হয় সংস্থার পক্ষ থেকে।