Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

বিভাগ-কবিতা শিরোনাম-ঐক্যবদ্ধ কলমে-কুমার সব্যসাচীতারিখ-১০/১১/২০২২
যা উড়ে যা খাঁচা থেকে তোরা পাখি,ডানা মেলে দিয়ে নব প্রভাতে মেলা আঁখি।নতুন আলো জাগিয়ে আহ্বান করা আশা,গাছের শাখাও খুঁজে পায় প্রাণের ভাষা।তোমাকে দেখি শুধু দুই নয়ন মে…

 


বিভাগ-কবিতা 

শিরোনাম-ঐক্যবদ্ধ 

কলমে-কুমার সব্যসাচী

তারিখ-১০/১১/২০২২


যা উড়ে যা খাঁচা থেকে তোরা পাখি,

ডানা মেলে দিয়ে নব প্রভাতে মেলা আঁখি।

নতুন আলো জাগিয়ে আহ্বান করা আশা,

গাছের শাখাও খুঁজে পায় প্রাণের ভাষা।

তোমাকে দেখি শুধু দুই নয়ন মেলে,

ভালোবাসার উত্তরে দিই প্রাণ ঢেলে।

অপেক্ষারত দিবারাত্রই আবেগীমনে নারী,

যার জন্য সে হয়তো মন করে গেছে ভারী।

প্রকৃতি বাহার অনেক রকম রয়েছে বটে,

প্রতিনিয়ত যেন আধুনিকতাই ঘটে।

অভিযোজনের সূত্রে মানানো ভালোই লাগে,

সংগ্রামের ক্ষেত্রে আবার অধিকার জাগে।

ইচ্ছেমতো করেও চরিত্রের বদল নয় কখনও,

ঐক্যতানের কথা ভেবেও পরিপূর্ণতা নেই এখনও।

থেকে গেছে বিভাজন স্বার্থ যার নেপথ্যে,

বদলানো নিমেষে ভেবে দেখা কথ্য উপকথ্যে।

পৃথকীভবন প্রয়োজন তবে সেটা হোক সীমিত,

হিংসা থেকে যুদ্ধ যেন না হয় নিয়মিত।

প্রতিটি পুরুষ ও নারীর দায়িত্ববোধ হোক সমান,

হিসাবের স্থানে করতেই হবে সঠিক পরিমাণ।

প্রতিবাদী জীবনের প্রতিটি ক্ষেত্রে হতে চাই,

যদিও উপকারের পরিণাম সমালোচনাই।

আত্মমর্যাদা সকলের হওয়া চাই মূল বৈশিষ্ট্য,

সাধারণভাবেই যা থেকে যায় গভীরতায় সৃষ্ট।

রাখিনি হৃদয়ে কখননও এতটুকু ভীরুতা,

সম্পর্কের গভীরতায় থাকে নিঃস্বার্থে দৃঢ়তা।

বাহ্যিক সৌন্দর্য লোকে যেমন ইচ্ছা বলে,

ক্ষণিকের দৃষ্টিতে সে আবার আপনাতে চলে।

মেলাতে পারা অধিকাংশ সময়েই কঠিন কাজ,

তবে একবার সক্রিয়তায় ভাঙবে লুঠতরাজ।