Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

প্রে মে প ড়া========
পাশে থাকো, আটকে থেকো নাকাটা ঘুড়ির মতো বিনম্র গাছের ডালেঝুলে থেকো না l
মাছির মতো ভনভন কোরো না,গলায় তো সুর আছে, নাঁকে কেঁদো না lপাশে থাকো, জাপটে থেকো নাল্যাজের গোড়ায় গোবরের মতো l
আমরা তো একটু বাগানে গিয়ে বসতে পারি…

 


প্রে মে প ড়া

========


পাশে থাকো, আটকে থেকো না

কাটা ঘুড়ির মতো বিনম্র গাছের ডালে

ঝুলে থেকো না l


মাছির মতো ভনভন কোরো না,

গলায় তো সুর আছে, নাঁকে কেঁদো না l

পাশে থাকো, জাপটে থেকো না

ল্যাজের গোড়ায় গোবরের মতো l


আমরা তো একটু বাগানে গিয়ে বসতে পারি,

দু'জনের হৃদয় নিয়ে কাঁটাছেড়া

মাঝেমধ্যে তো করতেই পারি,

সেই বাগানে নিজেকেই পারলে আনো,

ঘৃণাশূন্য হওয়া তোমাকে মানায় আজও l


পাশে থাকো, হাওয়ার মতো ছড়িয়ে থাকো

শীতল হয়ে, উতল হয়ে চেষ্টা কোরো 

মাখিয়ে দিতে ভালোবাসা l


আয়না ভেঙে লাভ হয়েছে দু'জনেরই

দেখি না এখন কেউ কাউকে,

মন ও মুখের রূপসজ্জা সব গিয়েছে থেমে,

এখন পাশে থাকার সময়,পারলে পড়ো প্রেমে l 


                                              জয় ভট্টাচার্য্য ✍️