সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ:- কবিতাশিরোনাম:- ফাগুন দোলাকলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-২৩/১১/২০২২
আগুন রাঙা ফাগুন দোলায় পলাশ শিমূল কৃষ্ণচূড়া লাল হৃদয়ের গোপন কথায় সুর ধরে যে তানপুরা।
ফাগের রঙের আতর মেখে স্নিগ্ধ শীতল ম…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ:- কবিতা
শিরোনাম:- ফাগুন দোলা
কলমে:- শিবানী চ্যাটার্জ্জী
তারিখ:-২৩/১১/২০২২
আগুন রাঙা ফাগুন দোলায়
পলাশ শিমূল কৃষ্ণচূড়া
লাল হৃদয়ের গোপন কথায়
সুর ধরে যে তানপুরা।
ফাগের রঙের আতর মেখে
স্নিগ্ধ শীতল মন চুরি,
প্রেমের গাঙে জোয়ার ভাঁটা
ফিরে ফিরে আসছে ঘুরি।
আকাশ কুসুম ভাবনাগুলো
তিরতিরিয়ে যায় বয়ে,
কুসুম কোমল হৃদয় খানি
রাঙা পলাশ সেই রয়ে।
ফিকে রঙের পর্ণমোচীর
দুঃখ যতোই থাকুক মনে,
তবুও সবুজ মনের ঘরে
হৃদয় আকুল প্রেমের রণে।
ফাগুন হাওয়ায় বসন্ত বেশ
মাতাল রাখে অবুঝ করে,
সব ভুলে তাই নকশীকাঁথার
চিত্র আঁকি সুখের তরে।
হেমন্তের পিছে সুর ধরেছে
আসছি আমি ধরার বুকে,
পলাশ শিমূল জুড়ায় ব্যথা
প্রেমের সুধার গন্ধ শুঁকে।