Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকলমেঃশামসুন নাহার। কবিতার শিরোনামঃ অপেক্ষা২৩/১১/২২
আমি খুঁজবো তোমায়যতদিন মন চায়,তোমাকে ভালবেসে পরাজিতহবোনা আমি এ ধরায়।
তোমার ছোঁয়া পাই যে আমিআজি এ হৈমন্তী ঠান্ডা হিমেল বায়।বন্ধু তুমি হারিয়ে গেলে,কোন কিছুই না বলে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কলমেঃশামসুন নাহার। 

কবিতার শিরোনামঃ অপেক্ষা

২৩/১১/২২


আমি খুঁজবো তোমায়

যতদিন মন চায়,

তোমাকে ভালবেসে পরাজিত

হবোনা আমি এ ধরায়।


তোমার ছোঁয়া পাই যে আমি

আজি এ হৈমন্তী ঠান্ডা হিমেল বায়।

বন্ধু তুমি হারিয়ে গেলে,

কোন কিছুই না বলে

আজো আমি আছি তোমারই আশায়।


গানে গানে ডাকেনা পাখি,ফোটেনা ফুল

 মোর কাননে,সকাল সন্ধ্যা বেলায়।

মন গহীনে প্রান পাখিটা ছটফটায়,

শুধুই কাঁদে ব্যাথায় ব্যাথায়।


ও বন্ধু,এতোটা পাষাণ তুমি কি করে হলে,?

তোমাকে স্মরিয়া সুখের স্মৃতি গুলো ভাবি,

বুক ফেটে যায়।

দিন রাত মোর কিভাবে কাটে,সেই শুধু জানি আমি,

একটি ফোন, ম্যাসেজের আশায়।


শুধু একবার বলতে যদি,কেমন আছো,?

জানতে,ঘুম যে আসেনা মোর আঁখির পাতায়।

তুমি না হয় ভুলে থাকতে পারো,

আমিতো প্রানের চেয়েও খুব ভালবাসি তোমায়।


তোমার ভালবাসা আমার না হোক,

নিজেকে বিলিয়ে দিবো তবুও তোমার প্রেমের ছায়।

আমার মাঝেই বেঁচে রবে তুমি

হাসি, আনন্দে, বিশ্বাসে,চিরদিন শ্রদ্ধ্যায়!