নিজস্ব সংবাদদাতা। তমলুকপঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচির বহর বাড়াচ্ছে। শুক্রবার সিপিআই এর মেচেদা আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একদিকে যেমন স…
নিজস্ব সংবাদদাতা। তমলুক
পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচির বহর বাড়াচ্ছে। শুক্রবার সিপিআই এর মেচেদা আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একদিকে যেমন সোচ্চার হতে দেখা গেল তেমনি সদ্য দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করল এক পথ সভার মধ্য দিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের বুরারিতে। বক্তব্য রাখতে দেখা যায় দলের সম্পাদক গৌতম পন্ডা, যুবনেতা গৌরাঙ্গ কুইল্যা, শ্রমিক নেতা নবেন্দু ঘড়া, সৈকত গিরি ,শেখ লতিফ প্রমুখ নেতৃত্বদের।