বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটআবাস প্লাস যোজনায় উপযুক্ত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করে সঠিক তালিকা প্রকাশ, যাদের নাম কোনোভাবেই তালিকায় থাকার কথা নয় রাজনীতির রং না দেখে তালিকা থেকে তাদের নাম বাদ ,অন্যায় ভাবে ওই তালিকায় অ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
আবাস প্লাস যোজনায় উপযুক্ত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করে সঠিক তালিকা প্রকাশ, যাদের নাম কোনোভাবেই তালিকায় থাকার কথা নয় রাজনীতির রং না দেখে তালিকা থেকে তাদের নাম বাদ ,অন্যায় ভাবে ওই তালিকায় অনুপযুক্তদের নাম ঢোকানোর কাজে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বৃহস্পতিবার এসইউসিআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের নিকট বিক্ষোভ ডেপুটেশন ও স্মারকলিপি দিল । নিমতৌড়ি ৪১ নম্বর জাতীয় সড়ক ও তমলুক ময়না রাস্তার সংযোগস্থলে আধঘন্টা অবরোধে করে পরিবহন চলাচল স্তব্ধ করে দেয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে। প্রতিনিধি দলে ছিলেন জেলা কমিটির পক্ষে অনুরুপা দাস ,প্রণব মাইতি, প্রদীপ দাস, বিবেক রায়, মানস প্রধান প্রমুখ। জেলা কমিটির সম্পাদক অনুরূপা দাস অভিযোগ করেন ব্লকের বহু মানুষ যারা মাটির ঘরে ছিটেবেড়ার ঘরে কিংবা ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছে তাদের অনেকেই এই তালিকায় নাম নেই, অন্যদিকে অনেকের যাদের ছাদযুক্ত পাকা বাড়ি রয়েছে তারা আর্থিকভাবে সচ্ছল তারা উপভোক্তায় তালিকায় রয়েছে। এডিএম জেড পি স্বরকলিপি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।