সৃষ্টি সাহিত্য যাপন স্বস্তি- জয় চক্রবর্তী১৭/১২/২২
স্বস্তি নিয়ে আসে আলো আকাশে বাতাসেহারানো বিশ্বাসেঅস্তগামী সূর্যের মুখের ভাষায়।বুকের গহ্বরে গড়ে তোলে এক পরম নিশ্চিন্ত আশ্রয়।নিদ্রোপ্লতা সহসাই হয়ে যায় গভীর ঘুমসুখ স্বপ্ন হাত ধ…
সৃষ্টি সাহিত্য যাপন
স্বস্তি
- জয় চক্রবর্তী
১৭/১২/২২
স্বস্তি নিয়ে আসে আলো আকাশে বাতাসে
হারানো বিশ্বাসে
অস্তগামী সূর্যের মুখের ভাষায়।
বুকের গহ্বরে গড়ে তোলে এক পরম নিশ্চিন্ত আশ্রয়।
নিদ্রোপ্লতা সহসাই হয়ে যায় গভীর ঘুম
সুখ স্বপ্ন হাত ধরে হাঁটে দূর বহুদূর।
সুন্দর দেখি তোমাকে বহুদিন পরে
মিঠে সুর ভাসে কাকের ডাকে
এক সাগর বিশ্বস্থতার আবেশ মাখে চোখ।
সব মানুষই রাতারাতি হ'য়ে যায় আপন
সন্ন্যাসীর মতো উদার হয় মন।
** সংরক্ষিত **