নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* প্রয়াত সমাজসেবী আব্দুল রেজ্জাক খানের ২৭ তম মৃত্যুবার্ষিকীকে স্মরণে রেখে খান পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রেজ্জাক খানের মেজো ছেলে জাকির খানের বিশেষ উদ্যোগে ও পরিবারের …
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* প্রয়াত সমাজসেবী আব্দুল রেজ্জাক খানের ২৭ তম মৃত্যুবার্ষিকীকে স্মরণে রেখে খান পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রেজ্জাক খানের মেজো ছেলে জাকির খানের বিশেষ উদ্যোগে ও পরিবারের অন্যান্যদের ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। জাকিরবাবুদের সিপাইবাজারের বাড়িতে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে ৪২ জন রক্তদাতা রক্তদান করে। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।
এই কর্মসূচিতে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কুংফু শিক্ষক তাপস দাস, মেদিনীপুর রুরাল মেডিক্যাল অ্যাসোসিয়েশন ডাঃ অলক ভট্টাচার্য , সম্পাদক ডাঃ এম. আহমেদ,চিকিৎসক ডাঃ এরশাদ, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া, শিক্ষক দীপঙ্কর সন্নীগ্রাহী, শিক্ষক আশিষ পাত্র, নছিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন পড়িয়া, গড়সেনাপত্যা স্কুলের প্রধান শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, জয়পুর স্কুলের শিক্ষক সুবিনয় ঘোষ, লালগড় সারদামণি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা,নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল মহাশয়, মেদিনীপুর সাইকেলার্স ক্লাবের নবনীতা মিশ্, শিক্ষক গৌতম গুচ্ছাইত , সমাজসেবী এ. ডি.বর্মন, সর্পবন্ধু শিক্ষক অরিন্দম দাস,পশু প্রেমী শিবু রাণা, সমাজকর্মী দূর্গাশঙ্কর গোস্বামী, তুহিন দাস, প্রিয়াংকা নন্দ গোস্বামী, সানী, সেক রজু, সেক সামির, সেক শাহাজাদা, সুবীর দে, মানস রায়, বিটটু, সুনীল কর মনা দে, ঝর্ণা চক্রবর্তী, সাম্মী, সেক সাব্বির, সুদীপ কুমার দাস, প্রাক্তন কাউন্সিলার নির্মাল্য চক্রবর্তী , বর্তমান কাউন্সিলার মিতালী ব্যানার্জী, সেক সাবের আলি, সেক শাহ জামাল, শাহবাজ কিবরিয়া, আজিম খান, মহঃ রফিক, সেক হাফিজুদ্দিন, সেক বাববু সহ মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান সাহেব, সিপাইবাজার বড়আস্তানা মুসলিম সমাজ উন্নয়ন সমিতির সেক্রেটারী ও সিপাইবাজার ২ নং মহল্লার মহলদার, হামিদ খান, সিপাইবাজার ৩ নং মহল্লার মহলদার, সেক ফারুক, নায়েব মহলদার সেক নাসিরুদ্দিন এবং সেক কাশেম, সানা, সাদ্দাম, বড়আস্তানা মহল্লার লালু এবং আনু সাহেব, মাহুতপাড়ার মহল্লাদার সেক সফিক, মাজলা হুজুর সহঅন্যান্য এলাকার বিশিষ্টব্যক্তিগণ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন মুখার্জী।
অনুষ্ঠানে সর্প সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষক অরিন্দম দাস।সকল রক্তদাতা, অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে খান পরিবারের পক্ষে ধন্যবাদ জানান সমাজকর্মী জাকির খান। জাকির খান বলেন,নতুন প্রজন্মের এখনো অনেকে জানেনা রক্তদানের কি গুরুত্ব, তাই নতুন প্রজন্মের কাছে রক্তদানের ভয় কাটিয়ে, রক্তদানের গুরুত্বের বার্তা দিতে, বাবার স্মৃতিতে তাঁদের পরিবারের এই উদ্যোগে বেশ কয়েকবছর ধরে এই শিবির আয়োজিত হচ্ছে।