দেবাঞ্জন দাস,১ ডিসেম্বর: ২৭ নভেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমান্তে পোস্ট করা ৮২ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্ডার চৌকি হৃদয়পুরের সতর্ক জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ১৭ কেজি মানুষের চুল জব্দ করে। চোরাকারবারীরা এসব…
দেবাঞ্জন দাস,১ ডিসেম্বর: ২৭ নভেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমান্তে পোস্ট করা ৮২ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্ডার চৌকি হৃদয়পুরের সতর্ক জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ১৭ কেজি মানুষের চুল জব্দ করে। চোরাকারবারীরা এসব মানব চুল ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
জব্দকৃত মানব চুল ছাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৮২ ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার বলেছেন যে বিএসএফ জওয়ানরা সীমান্তে সর্বদা সতর্ক হয়ে তাদের দায়িত্ব পালন করে, যার কারণে চোরাকারবারীরা তাদের অসৎ উদ্দেশ্যমূলক কাজে সফলতা পায় না। আমাদের জওয়ানরা কোনো ঘটনা ঘটার আগেই টের পায় এবং চোরাকারবারিদের পরিকল্পনা ভেস্তে দেয়।