নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর পশ্চিম মেদিনীপুর...... মঙ্গলবার খড়্গপুর গ্রামীণের খেলাড় গজেন্দ্র হাইস্কুলের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বিদ্যালয় চত্বরে অবস্থিত মনীষীদ…
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর পশ্চিম মেদিনীপুর...... মঙ্গলবার খড়্গপুর গ্রামীণের খেলাড় গজেন্দ্র হাইস্কুলের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বিদ্যালয় চত্বরে অবস্থিত মনীষীদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়,স্থানীয় জয়েন্ট বি ডি ও প্রদীপ কুমার সাহা,বিদ্যালয়ে সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী,প্রাক্তন প্রধান শিক্ষক সমরেন্দ্র জানা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল। এদিন বিদ্যালয়ের আই সি টি প্রজেক্টের কম্পিউটার ল্যাব ও আচার্য জগদীশচন্দ্র বসু ভবনের উদ্বোধন হয়।
পাশাপাশি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল সাঁওতালি নৃত্য।