সৃষ্টি সাহিত্য যাপন কবিতার নাম :- বিষাদ ভরা মন কলমে :- কার্তিক চন্দ্র দাস …
সৃষ্টি সাহিত্য যাপন কবিতার নাম :- বিষাদ ভরা মন কলমে :- কার্তিক চন্দ্র দাস তারিখ :- 1/12/22 নির্মল আকাশ আর হালকা দক্ষিনা বাতাস একটু একটু করে শীতের আমেজকে দূরে সরিয়ে দিচ্ছে। তবুও যাই - যাই করে যেতে চায় না। এমনি এক সন্ধিক্ষণে ভোরের কুয়াশার চাদর জড়িয়ে তোমার আবির্ভাব । সবাই তোমার আগমনে খুশিতে ঝলমল। তোমার বন্দনায় হৃদয়ের অন্তস্থল ব্যকুল। পুরহিতের মন্ত্রোচ্চারনে সবাই বিভোর। আমার মনের আঙিনায় ভেসে ওঠে স্মৃতি বিজড়িত সেই দিন। আমার মনকে আচ্ছন্ন করে আজও তোমার স্মৃতি। মনের গভীরে আজও উজ্জ্বল সেই দিনটি। শুভ্রবসনা মাতা সরস্বতীকে
প্রনাম করার সময় যখন গভীর ভাবে আত্ম মগ্ন হয়ে পড়ি তখন তোমার সাহসী প্রেরণা মূলক মন্তব্য আমার মনের মণিকোঠায় আজও উজ্জ্বল। রেলগাড়ির মত গড়িয়ে গেছে কত বছর , তবুও হৃদয় বেদনায় ভরে যায়, ঝাপসা চোখে তোমার অপেক্ষায় আজও বসে থাকে একটা বিষাদ ভরা মন।