Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত প্রধান কে ইস্তফার নির্দেশ তৃণমূল কংগ্রেসের। শারীরিক অসুস্থতা কারণে প্রধান পদ থেকে পদত্যাগ। এমনটাই জানালেন শেখ সেলিম আলী

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেলিম আলীকে পদত্যাগের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার রা…



পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেলিম আলীকে পদত্যাগের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার রাতে একটি খবর জানানো হয়েছে। সম্প্রীতি দলের কাছে এই পঞ্চায়েত প্রধান সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য হলেও ঠিকাদারি ব্যবসার পাশাপাশি বেনামী সম্পত্তির মালিক এই শেখ সেলিম আলী। তদন্তে অভিযোগের সততা প্রমাণিত হওয়ায় তড়িঘড়ি পঞ্চায়েত প্রধান শেখ সেলিম আলীকে পদত্যাগ করতে বলা হয়েছে।


বুধবার সকালে শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা জানালেন সাংবাদিকদের। অসুস্থতার কারণে প্রধান পদে কাজ করতে অসুবিধা হচ্ছিল, তাই তিনি এই পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তৃণমূল কংগ্রেস দলের দু একজন না থাকলেও দল তার স্বাভাবিক গতিতেই চলবে এমনটাই জানালেন পদত্যাগী প্রধান শেখ সেলিম আলী। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করবেন এমনটাই জানালেন।