ভূপতিনগর ঃ বিস্ফোরণের তদন্তে তৃণমূল নেতার বাড়িতে এল বোম স্কোয়ার্ড় ও ডগ স্কোয়াডের তদন্তকারীরা। ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা সহ তিনজন। …
ভূপতিনগর ঃ বিস্ফোরণের তদন্তে তৃণমূল নেতার বাড়িতে এল বোম স্কোয়ার্ড় ও ডগ স্কোয়াডের তদন্তকারীরা। ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা সহ তিনজন। শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়। মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না, ভাই দেবকুমার মান্না ও প্রতিবেশী বিশ্বজিৎ গায়েন মৃত্যু হয়। সোমবার সকালে ভুপতিনগর থানার পুলিশের পক্ষ থেকে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। সোমবার দুপুর ১ টা নাগাদ মৃত তৃণমূল নেতার বাড়ী পৌঁছায় বোম স্কোয়ার্ডের সদস্যের প্রতিনিধি দল। এরপর পাশাপাশি পৌঁছায় পুলিশ কুকুর সহ তদন্তকারীরা। মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী।