বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটদুর্নীতি মুক্ত গ্রাম গড়ে তোলা, দুর্নীতিতে পরিপুক্ত গ্রামীন এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে নেতাদের টাকা তোলার প্রতিবাদ, সেই সঙ্গে দুর্নীতিমুক্ত দেশ গড়ার ডাকে বামফ্রন্টের গ্রাম বাঁচাও চোর তার…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
দুর্নীতি মুক্ত গ্রাম গড়ে তোলা, দুর্নীতিতে পরিপুক্ত গ্রামীন এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে নেতাদের টাকা তোলার প্রতিবাদ, সেই সঙ্গে দুর্নীতিমুক্ত দেশ গড়ার ডাকে বামফ্রন্টের গ্রাম বাঁচাও চোর তারাও দেশ বাঁচাও কর্মসূচি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কর্মী সমর্থকদের উৎসাহ বাড়াচ্ছে। রবিবার উত্তর সোনামুই ও শহীদ মাতঙ্গিনী ব্লকের বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রামে জ্যাঠা ও সাইকেল মিছিল সংগঠিত হতে দেখা গেল। উত্তর সোনামুই অঞ্চলের প্রায় ১৯ টি বুথ পরিক্রম করতে দেখা গেল বাম সমর্থকদের। নেতৃত্ব দিতে দেখা যায় বামফ্রন্টের পক্ষ থেকে রীতা দত্ত, যুবনেতা গৌরাঙ্গ কুইলা, কার্তিক ঘোষ, উত্তম সামন্ত প্রমুখ নেতৃত্বদের । শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক থেকে জ্যাঠা মিছিল শুরু হয়ে বেশ কয়েকটি বুথ পরিক্রমা করে বামফ্রন্টের কর্মী সমর্থকরা, নেতৃত্বে ছিলেন শক্তিপদ শাসমল, ঘনশ্যাম বর্মনের মতো নেতৃত্ব।