সৃষ্টি সাহিত্য যাপন
বড় অবুঝ
লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডলতারিখ -25/12/2022
মাঝে মধ্যে ইচ্ছে গুলোখুব মাথা চাড়া দিয়ে ওঠে।সে যেতে চায় কুয়াশা মাথাসবুজ মাঠে সমস্ত শরীরে কুয়াশা মাখতে ইচ্ছে করে।
মাঝে মধ্যে বহতা নদীর কিনারে যেতে ইচ্ছে কর…
সৃষ্টি সাহিত্য যাপন
বড় অবুঝ
লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডল
তারিখ -25/12/2022
মাঝে মধ্যে ইচ্ছে গুলো
খুব মাথা চাড়া দিয়ে ওঠে।
সে যেতে চায় কুয়াশা মাথা
সবুজ মাঠে
সমস্ত শরীরে কুয়াশা মাখতে ইচ্ছে করে।
মাঝে মধ্যে বহতা নদীর কিনারে যেতে ইচ্ছে করে।
দেখতে ইচ্ছে করে নদী কেমন করে ছুটে চলে
ভালোবাসার আবেগে ।
মাঝে মধ্যে কোন এক পলাশের দেশে যেতে ইচ্ছে করে।
দেখতে ইচ্ছে করে ফুলে ফুলে কেমন করে
ঘাসের বুক ভরে আছে।
মাঝে মধ্যে যেতে ইচ্ছে করে
পাহাড়ের বুকে
দেখতে ইচ্ছে করে মেঘ কেমন করে ভেসে আসে
পাহাড়ের কোলে ।
মনের শান্তি মনের প্রশান্তির জন্যে
মাঝে মাঝে দুর থেকে দূরে যেতে ইচ্ছে করে ।
দূরত্ব বাড়িয়ে দেয়
ভালোবাসা ।
জাগায় হৃদয়ে এক আশা ।
জীবনের পড়ন্ত বেলায়
যেতে ইচ্ছে করে আমার হিজল গাছের কাছে
সেই আমার প্রিয় শৈশবে ।
এখনো কি গাছের নিচে ভরে থাকে হিজল ফুলে।
বড় দেখতে ইচ্ছে করে।
মাঝে মধ্যে তোমাকে পেতে ইচ্ছে করে।
তোমার ভালোবাসার স্পর্শ পেতে ইচ্ছে করে
সমস্ত শরীরে ।
আমাদের ইচ্ছে গুলো
বড় অদ্ভুত
সে কোন হিসাব বোঝে না।
সে কোন কিছুর মানে বুঝতে চায় না।
বড় অবুঝ সে বড় অবুঝ ।