সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ - কবিতা শিরোনাম - অধরা উপন্যাস কলমে - সুব্রত কোলেতারিখ - ২৪.১২.২০২২
জীবন উপন্যাসের প্রতিটি পাতা এক একজনের কাছে স্মৃতির খাতা। কত চরিত্র আসে যায়সবার সকল হিসাব নাই। কিছু চরিত্র রয়ে যায় মনের মণিকোঠায়কিছু চরি…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ - কবিতা
শিরোনাম - অধরা উপন্যাস
কলমে - সুব্রত কোলে
তারিখ - ২৪.১২.২০২২
জীবন উপন্যাসের প্রতিটি পাতা
এক একজনের কাছে স্মৃতির খাতা।
কত চরিত্র আসে যায়
সবার সকল হিসাব নাই।
কিছু চরিত্র রয়ে যায় মনের মণিকোঠায়
কিছু চরিত্রের স্মৃতি স্মরণে হৃদয় ভরে ব্যথায়।
কিছু চরিত্র মুখোশধারী সুবিধা নিয়ে যায় চলি
তাদের কথা এই মুখে নাই বা আর বলি।
জীবন উপন্যাসের সবটুকু অধ্যায় এখনো হয়নি পড়া
কিছু অধ্যায় পড়তে বাকি রয়ে গেছে অধরা।
শৈশব পেরিয়ে, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ
বেকারত্বের মায়াজাল ছিঁড়ে বের হতে আজও কঠিন পণ।
কালো কেশে দেখি মেলানিনের অভাব হারাচ্ছে কালো রঙ
দুদিন বাদে যুবক সাজতে করতে হবে যত ঢং।
সংসার জীবনের অদ্ভুত খেলায় হয়নি মাঠে নামা
চাকরির অভাবে আজও গায়ে রিজার্ভ বেঞ্চের জামা।
জীবন উপন্যাসের সবগুলি পাতা জানিনা পারবো কিনা উল্টাতে
জীবনের ছোটগল্প এসে মাঝে মধ্যে হাতছানি দেয় এ জীবন পাল্টাতে।