সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- আমার পৃথিবীর আগেকলমে- শুভাশিস সাহুতারিখ- 25/12/2022
তোমাকে দেখার পর, আজ পৃথিবী অন্যরকম লাগে। প্রাণ ভরে আমি নিয়েছি নিশ্বাস। পৃথিবীর রূপ দেখেকেটেছে আমার দিন।
জানি তুমি আবার আসিবে ফিরেকোন এক দিন। সেদিন আ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম- আমার পৃথিবীর আগে
কলমে- শুভাশিস সাহু
তারিখ- 25/12/2022
তোমাকে দেখার পর,
আজ পৃথিবী অন্যরকম লাগে।
প্রাণ ভরে আমি নিয়েছি নিশ্বাস।
পৃথিবীর রূপ দেখে
কেটেছে আমার দিন।
জানি তুমি আবার আসিবে ফিরে
কোন এক দিন।
সেদিন আমি হয়তো
থাকিব না আর।
পৃথিবীর সব নক্ষত্র দেখে যাবে শুধু,
সেই অন্ধকার রাতে
হবে শুধু তোমার আনাগোনা।
তোমার ঠোঁটে দেখেছি যে
আমার ভালবাসা,
তোমার প্রেম তবু দেখি
আমার পৃথিবীর আগে।