Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

বড়দিনে বড় চাওয়া                               অমলেন্দু চৌধুরী                               ২৫/১২/২০২২
এমন কিছু দিন,সময় আর ক্ষন থাকে,কিছু বলার থেকে নীরবতাটাই মনে আসে।সুখে আর দু:খে চোখে একই জল নামে,রঙে-ঢঙে তফাত করব কিসে! 
ক্ষণ বিদা…


 বড়দিনে বড় চাওয়া

                               অমলেন্দু চৌধুরী

                               ২৫/১২/২০২২


এমন কিছু দিন,সময় আর ক্ষন থাকে,

কিছু বলার থেকে নীরবতাটাই মনে আসে।

সুখে আর দু:খে চোখে একই জল নামে,

রঙে-ঢঙে তফাত করব কিসে! 


ক্ষণ বিদায় নেয়,আলোকের গতিপথে

রেশ থেকে যায়,অনেক ক্ষণের গুণিতকে,

কি দিতে পারলাম, আরোকি দেওয়া যেতো!

অনেক দূর যেতে হবে,ক্ষণ বাকি কত!


একান্তভাবে কিছু চাইলে তাঁরা নাকি শোনে,

আমার প্রর্থনা থেকেও সেটা বেশী মননে।

ফুরিয়ে আসা জীবন,গল্পের শেষ ক্ষণে এসে

তারজন্য দিও কিছুটা সময় শান্তি একান্ত শেষে।


ঋণী করেছে তার প্রতিটি ক্ষণের প্রার্থনায়

আমার জীবন-মৃত্যু,সবই তার কৃপায়।

শেষ প্রহরে যাত্রী তুমি, অন্য ভোরের আলো

থাকবো আরো কিছু ক্ষণ,তোমায় রাখতে ভালো।