বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটসংসার লোভ-লালসা ত্যাগ করে ৪২ বছর ধরে পায়ে হেঁটে আদর্শ দেশ গড়ার লক্ষ্যে অবিরাম হেঁটে চলেছেন জৈন ধর্মে দীক্ষা গ্রহণকারী শ্রী জিনেশ জী। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র মধ্যপ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
সংসার লোভ-লালসা ত্যাগ করে ৪২ বছর ধরে পায়ে হেঁটে আদর্শ দেশ গড়ার লক্ষ্যে অবিরাম হেঁটে চলেছেন জৈন ধর্মে দীক্ষা গ্রহণকারী শ্রী জিনেশ জী। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্রিশগড় উড়িষ্যা সহ ১৪ টি রাজ্য। উড়িষ্যার কটক থেকে পর্যায়ক্রমে বাংলার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে প্রবেশ করে ৩১শে ডিসেম্বর। কোলাঘাটে আয়োজিত বিভিন্ন দিনের সভায় দূর দূরান্তের কয়েক হাজার মানুষ দর্শন করতে এবং যার কথা শুনতে হাজির হয়েছিলেন। শুক্রবার কোলাঘাট থেকে পায়ে হেঁটে রওনা দিলেন কলকাতার দিকে। এক সাক্ষাৎকারে তিনি জানান আদর্শ দেশ গড়ার লক্ষ্যে এই পরিকল্পনা, সেই সঙ্গে নেশা মুক্তি ভারতবর্ষ গড়ে তোলার স্বপ্ন রয়েছে। যতদিন বেঁচে থাকবো তিনি এভাবেই অহিংসার বাণী ও আদর্শ প্রচারে নিজেকে উৎসর্গ করে চলবেন। কোলাঘাট মাড়োয়ারি সমাজের পক্ষ থেকে কিশোর বেদ বলেন হাজার হাজার কিমি পায়ে হেঁটে জীবনের যে কঠোর কৃচ্ছ সাধন এবং শৃঙ্খলাপরাপরায়ন ও সংযমী জীবন নির্বাহ তা বিশেষভাবে উল্লেখ।