নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর.... অবিভক্ত মেদিনীপুরের রক্তদান আন্দোলনের পথিকৃৎ মেদিনীপুর ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির বিয়াল্লিশ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বুধবার। এদিন সকালে মেদিনীপুর শহরের সঙ্গত বাজারস্থিত সংস্থার অফিস প্রাঙ…
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর.... অবিভক্ত মেদিনীপুরের রক্তদান আন্দোলনের পথিকৃৎ মেদিনীপুর ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির বিয়াল্লিশ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বুধবার। এদিন সকালে মেদিনীপুর শহরের সঙ্গত বাজারস্থিত সংস্থার অফিস প্রাঙ্গনে সংস্থার পতাকা উত্তোলন করেন সম্পাদক সুশীল চ্যাটার্জী ।
শহিদ বেদিতে ও মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সদস্য ও এলাকার হিতাকাঙ্খী মানুষ জন । সংস্থার অতীত কার্যক্রম নিয়ে বক্তব্যে রাখেন সম্পাদক সুশীল চ্যাটার্জী , সহ সম্পাদক অমিত কুমার সাহু । উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ টোটন করসিংহ, প্রতাপ দে, জয়দীপ রায় প্রমুখ।